সদর দক্ষিণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সমর্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মুহা: আখতার হোসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বিএনপি নেতা তুহিন মজুমদার, আমিনুল ইসলাম খোকন, সেলিম মিয়া, মিজান মৌল্লা, সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা সবুজ, বিএনপি নেতা ইয়াসিন মিয়া, রুহুল আমিন, মজিবুর রহমান, মিজান, উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। জিয়াউর রহমান ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযদ্ধে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। আজও দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে ভালোবাসে।