নাঙ্গলকোটে নারী চোর চক্রের ৩ সদস্য আ’টক

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সাইফুল ইসলাম :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নারী চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।শনিবার সকালে উপজেলার ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর গলা থেকে অলংকার নিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার নাছির নগর থানার ঢরমন্ডল গ্রামের রাজাই মিয়ার মেয়ে নাজমা আক্তার(৩০) একই গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে দিলুরা বেগম(৩৫) ছোয়াব আলীর মেয়ে তাহমিনা আক্তার (২২)।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বীর্ঘদিন ধরে একটি চোর চক্র সেবা নিতে আশা রোগীদের কাছ থেকে টাকা, মোবাইল, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছে।শনিবার সকালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়ন ঝাটিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের মেয়ে রেহানা বেগম নামে এক নারী তার অসুস্থ স্বামীকে ডাক্তার দেখানোর জন্য রোগীর নামে টিকেটের জন্য সিরিয়ালে দাঁড়ালে নারী চোর চক্রের ৩ সদস্য তার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালানোর সময় তাদেরকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

সরকারি হাসপাতালে দায়িত্বরত ডাক্তার শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় তাদের আটক করে স্থানীয় জনতা।পরে আমরা তাদের পুলিশের হাতে তুলে দেই। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারী চোর চক্রের ৩সদস্য কে আটক করে থানা নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।