ব্রাহ্মণপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সোহেল খান চৌধুরী:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়,তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। (১৮ জানুয়ারি) শনিবার সকাল ১০ ঘটিকা উপজেলা সরকারি ভগবান হাই স্কুল মাঠ থেকে অংশগ্রহণকারীরা দৌড় শুরু করে নাইঘর হরিমঙ্গল হয়ে শশিদল রেলস্টেশন শেষ হয়।

উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১৯ থেকে ৩৯ বয়সী মোট ৫৮ জন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা,ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো হুমায়ুন কবির,ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দৌড় প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থানের অধিকারীর মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা প্রশাসন।