ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পাড় থেকে তরুণের লা’শ উদ্ধার দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ সোহেল খান চৌধুরী: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পাড় থেকে রিফাত ইসলাম নামে এক তরুণের লা’শ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রিফাত ইসলাম ( ১৬ ) ওই এলাকার তারু মিয়ার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রিফাত ইসলাম রাজধানী ঢাকার একটি দর্জি দোকানে কাজ করতো। সেখান থেকে রাগ করে সে রোববার ঢাকা থেকে বাড়ি চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় যেতে জোর করলে সে সোমবার বিকেলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরদিন মঙ্গলবার সকালে তার মরদেহ বাড়ির পাশের পুকুর পাড়ে পাওয়া যায়। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) শিশির ঘোষ বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির পাশের পুকুরের পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে ইঁদুর মারার ওষুধের দুটি খালি প্যাকেট ও কলম পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। SHARES প্রচ্ছদ বিষয়: