কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশ; মিষ্টি দোকানকে আর্থিক জরিমানা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ আয়েশা আক্তার: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তেরীর অভিযোগে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার ফুলকুড়ি সুইটস্ কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩অক্টোবর) সকালে বিএসটিআইয় এবং কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শ্রী রতন কুমার দত্ত। বিএসটিআই কুমিল্লার অফিস প্রধান কে এম হানিফ জানান, বিভিন্ন প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করছে বলে আমাদের কাছে খবর আসে। এরই প্রেক্ষিতে ফুলকুড়ি সুইটস্ এ অভিযান পরিচালনা করে অনিয়ম পাওয়া যায়। এছাড়া তারা বিএসটিআইয়ের সিএম লাইসেন্সও সংগ্রহ করে নি। তাই তাদের ভ্রাম্যমান আদালতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ এবং কাজী মোঃ শাহান৷ SHARES অপরাধ বিষয়: