দেবিদ্বার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগত অর্থ বিতরন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; মাহফুজ আহম্মেদ: কুমিল্লার দেবিদ্বারে বন্যাদূর্গত দুইশতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার(০২-১০-২৪) গৃহ নির্মানের জন্য নগদ অর্থ বিতরন করছেন। উপজেলার সুবিল ইউনিয়নের বন্যাদূর্গতদের মাঝে এই অর্থ বিতরন করা হয়৷জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেবিদ্বারের বন্যাদূর্গত দুই’শতাধিক পরিবারে মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকেছে,তারই ধারাবাহিকতায় বন্যা কবলিত ৫টি ইউনিয়নের দুইশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার কে গৃহ নির্মানে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে৷ দেবিদ্বার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সবার পাশে দাড়াঁতে আমরা সবসময় ঐক্যবদ্ধ৷ এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ধারাবাহিক ভাবে বন্যা কবলিত প্রতিটি ইউনিয়নে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দরা৷ SHARES প্রচ্ছদ বিষয়: