কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন শনিবার বিকালে হোটেল নুরজাহান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম এর সভাপতিত্বে ও ২২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম রাসেল ও সহকারী সেক্রেটারি জাকির হোসেন এর যৌথ সঞ্চালনায়
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, মহানগরীর সদর দক্ষিণ থানার আমীর মোহাম্মদ হোসাইন, সেক্রেটারি লুৎফর রহমান খান মাসুম, ২৭ নং ওয়ার্ড জামায়াতের আমীর সাইফুল হক চৌধুরী, ২২নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মাহে আলম, আব্দুল লতিফ প্রমুখ। এসময় ২২নং ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক আবুল কালাম খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি ভূঁইয়া, মামুনুর রশিদ সহ ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২২নং ওয়ার্ডের উত্তর রামপুর পূর্ব পাড়ার শহীদ মাসুমের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।