বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলাধিন খোশবাস (উত্তর) ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার দুপুর ৩ টার দিকে জানাজা শেষে নিজ গ্রামে দাফ্ন সম্পন্ন করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৩৭ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ৩ টার সময় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার দাম্পত্ত জীবনে কোন সন্তাধি নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী,মা ও বোনসহ অনেক গুনাগ্রহী রেখে যান।