বুড়িচংয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের বন্যার্ত মানুষের মাঝে ইউনিসেফের সহায়তায় হাইজিন সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

স্টাফ রিপোর্টার:
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর বিভিন্ন এলাকায় এবং পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর সহ বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের মাঝে ইউনিসেফের সহায়তায় হাইজিন সামগ্রী

(সাবান, মগ, জগ, জেরিক্যান, ডিটারজেন্ট ইত্যাদি) বিতরণ করা হয়। ইউনিসেফের সহায়তায় উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বুড়িচং এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হাছান। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজের প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক, অনলাইন পোট্রাল তালাশ বাংলার সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, দৈনিক সবুজ বাংলার সম্পাদক মুহাঃ শরীফ সুমন, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, মেকানিক মনির হোসেন, মেকানিক শাহাবুদ্দিন নিয়াজী প্রমুখ।