সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের সকল অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে-হামিদুর রহমান সোহাগ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.43509296, 0.6980835);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মো হাছান মনোহরগঞ্জ (কুমিল্লা) :
কুমিল্লার মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৯মার্চ) দুপুর ২টায় মনোহরগঞ্জ বাজারের একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান সোহাগ। এসময় তিনি মনোহরগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের আমি উপজেলা জামায়াতের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা ও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। আমাদের মনে রাখতে হবে আমরা সকলে মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বলেন -আমরা মনোহরগঞ্জকে এগিয়ে নিতে চাই, এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমরা (জামায়াত) মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।আমাদের গৃহিত পরিকল্পনা গুলোর মধ্যে ইতিপূর্বে কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন-সাংবাদিকগণ হলেন সমাজের দর্পণ।আপনাদের লেখনির মাধ্যমে সমাজের সকল অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি আপনাদের(সাংবাদিকদের) মাধ্যমে জাতিকে সচেতন ও সজাগ করতে বিভিন্ন সচেতনতা মূলক সংবাদ পরিবেশন করতে হবে। পরে আগত সকল সাংবাদিকদেকে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী। মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো.ফয়েজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী হাফেজ আবদুল্লাহ আল নোমান, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, জামায়াত নেতা আবদুর রহিম, দৈনিক ইত্তেফাকের মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল গাফফার সুমন,দৈনিক সকালের খবর পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, ,দৈনিক সংগ্রামের মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু ইউসুফ, দৈনিক আমার দেশ পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, দৈনিক দিনকালের মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল বাকী মিলন, দৈনিক ইনকিলাবের লাকসাম -মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক কালবেলা পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.হাছান, সাপ্তাহিক লাকসাম এর মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি অহিদুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন সোহাগ,দৈনিক আজকের পত্রিকার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, সাপ্তাহিক সময়ের দর্পণের মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক আমাদের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি নাছির উদ্দীন প্রমুখ।