শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ বিশেষ প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শংকুচাইল ডিগ্রি কলেজ হল রুমে এই সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলে ফুলে সিক্ত হয়ে সম্মাননা স্মারক দিয়ে বিদায় দিলেন কমর্রত শিক্ষকরা। দীর্ঘদিন মানুষ গড়ার কারিগর হিসেবে কমর্রত ছিলেন শিক্ষকরা। স্রোতের ধারায় বিদায় নিতে হচ্ছে এই মহান গুণীজনদের। বুড়িচং উপজেলার শংকুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেন শিক্ষক ও শিক্ষাথীরা। বিদায়ীকৃত শিক্ষকগণরা ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ জেড এম আফজাল জুয়েল, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জামসেদ হোসেন সরকার, কৃষিশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মহসীন রেজানুর মজুমদার, হিসাববিজ্ঞান সহকারী অধ্যাপক মরহুম মোঃ রমিজুল ইসলাম, অফিস সহায়ক মোসলেম খাঁন এবং অফিস সহায়ক মো. নজরুল ইসলাম । বিদায়ী শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন আমরা বেশ কয়েক বছর এখানে পাঠদান করিয়ে আসছি, আজকে আমাদের বিদায় নেবার পালা, সরকারী নিয়ম অনুযায়ী আমাদের অবসরে যেতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে ছেড়ে যাওয়া কত যে কঠিন তা বলে বুঝাতে পারবো না। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ ছাদেক ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মু. সহিদুল ইসলাম, জামাল উদ্দিন ও জসিম উদ্দিন। সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মহিউদ্দিন ও সহকারী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক উম্মে ফাতেমা নুপুর, মো. কাওছার আলম (প্রভাষক), মো: জামাল হোসেন (প্রদর্শক)সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। SHARES প্রচ্ছদ বিষয়: