র্যাব-১১,সিপিসি-২ কর্তৃক ১০ কেজি গাঁজাসহ আটক-২ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪ স্টাফ রিপোর্টার: কুমিল্লার বুড়িচংয়ে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ নূর নবী (৬৫) এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) নামের ২ জনকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আটক হওয়া দুইজন হলেন, উক্ত অভিযানে আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পূর্ব হাসনাবাদ গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে মোঃ নূর নবী এবং একই জেলার আকবর শাহ থানার বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে মোঃ আব্দুর রহীম উল্লা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। SHARES অপরাধ বিষয়: