মুরাদনগরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরের উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আক্তার নূপুর, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক সৈয়দ হাসিনা আক্তার, সাংবাদিক বেলাল উদ্দিন আহমদ, সফিকুল ইসলাম, শিক্ষক ফরিদ উদ্দিন, স্কাউটের এলটি আখতারুজ্জামান সহ মুরাদনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
সভায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের যথাযথ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। মুরাদনগর উপজেলা প্রশাসন এই ঐতিহাসিক দিনগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন।