ভাঙা কালভার্টে চার উপজেলার মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

আকিবুল ইসলাম হারেছ :
সড়কটি দিয়ে প্রতিদিনই যাতায়াত করে হাজারও যানবাহন। সেই সড়কের কালভার্টের অবস্থা বেহাল। দেখা দিয়েছে বড় গর্ত। বিভিন্ন সময়ে যাত্রী নিয়ে যেতে গিয়ে যানবাহনের চাকা পড়ে এই গর্তে। ভাঙা কালভার্টের ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া দিনের আলো কমলে বাড়ে জীবনাশঙ্কা।

কুমিল্লার চান্দিনা উপজেলার ব্যস্ততম মাধাইয়া-নবাবপুর সড়কের জিরুআইশ বাজারের উত্তরে এই সমস্যা দীর্ঘদিনের। চালক ও যাত্রীদের দাবি, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি সমাধান। তাই জীবনের ঝুঁকি নিয়েই চলছে তাদের চলাচল।

বুধবার সরেজমিনে দেখা যায়, মাধাইয়া থেকে নবাবপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের জিরুআইশ বাজারের উত্তর পাশের কালভার্টের মাঝখানে ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে রডও দেখা যাচ্ছে।স্থানীয়রা বাঁশের মাথায় কাপড়ের টুকরা বেধে ঝুঁকিপূর্ণ সংকেত বুঝাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বাস,ট্রাক,সিএনজিসহ বিভিন্ন যানবাহন।

স্থানীয়রা জানায়, প্রায় এক মাস ধরে কালভার্টটির উপর বালু ভর্তি ট্রাক রেখে পাশেই আনলোড করত একটি মহল। আবার সেই বালু ড্রেজার মেশিনে করে অন্যত্র নেওয়া হচ্ছে।বালু ভর্তি ট্রাকের অনিয়ন্ত্রিত ওজনে কালভার্টির পূর্ব অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটে ছোট-খাটো দুর্ঘটনা। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। তাদের দাবি—অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগেই যেন কালভার্টটি মেরামত করা হয়।

এই সড়কে যাতায়াত করা শিক্ষক ও ব্যাংক কর্মকর্তারা জানান,ঐতিহ্যবাহী নবাবপুর বাজার,রসুলপুর গরু বাজারে ব্যবসায়ীরাসহ পার্শ্ববর্তী কচুয়া,শাহরাস্তি,বরুড়া উপজেলার হাজারো মানুষ এই সড়কে যাতায়াত করে। চান্দিনা দক্ষিণ অঞ্চলসহ পার্শ্ববর্তী উপজেলার কৃষকদের অর্থনীতি এই সড়কের উপর নির্ভরশীল। এই সড়কেই দক্ষিণ অঞ্চলের উৎপাদিত সবজি নিমসার,কাওরানবাজার ও চট্টগ্রামে যায়।কালভার্ট মেরামত না হলে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে।

নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, কালভার্টের স্থায়িত্ব না থাকা এবং ভারী যানবাহন চলাচলের কারণে আস্তরণ ক্ষসে পরছে।এখন বড় গর্তে পরিণত হয়েছে। উর্ধ্বতন কর্মকতাদের জানিয়েছি।

উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় এর স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে।তাছাড়া বালু ভর্তি ট্রাক কালভার্টের উপর রেখে আনলোড করার অভিযোগ রয়েছে।জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত কাজ শুরু করা হবে।