সোহেল খান চৌধুরী :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো: রাসেল মিয়া নামের এক মাদকসেবিকে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ১৩ জানুয়ারি ) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. ছামিউল ইসলাম এ আদেশ দেন। সাজা পাওয়া মো: রাসেল মিয়া(২৫) উপজেলার উত্তর তেঁতাভূমি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবি রাসেল মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. ছামিউল ইসলাম বলেন, মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল-জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।