ব্রাহ্মণপাড়ায় চারিপাড়ায় ১২টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
Exif_JPEG_420

সোহেল খান চৌধুরী:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা ইউনিয়নের চাড়িপাড়া বাজারে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন (৭ জানুয়ারি) মঙ্গলবার বেলা ১১টা থেকে টানা বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা আগে যেন উপস্থিত থেকে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা। এ সময় বাজারে সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোটবড় ১২ টি দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে তিনি আরও জানান, যদি সরকারী জায়গায় দোকানপাঠ গড়ে তোলার চেষ্টা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইন গত ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।