বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়া পাড়া এলাকায় অিভিযান পরিচালনা করে বিদেশী ও দেশী বিপুল পরিমান অস্ত্রসহ মো: মোতাব্বির হোসেন জনি (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

এ সময় তার বাড়ি থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশিয় তলোয়ার, ১টি লোহার তৈরি চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক ও নদগ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী জনির বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করে।

আটক হওয়া মোহাম্মদ মোতাব্বির হোসেন জনি- ফারজানা ট্রান্সপোর্ট এর মালিক। এছাড়া সে আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার, তারিক হায়দার ও লালন হায়দারের আপন ভাগিনা।তাকে আটকের বিষয়টি সেনাবাহিনী নিশ্চিত করেছে। আটক হওয়া জনিকে অস্ত্রসহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।