বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

বুড়িচং প্রতিনিধি:
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা বুড়িচং উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্রান্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক এম হাবিবুর রহমান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আব্দুস সাত্তার, প্রশিক্ষক হালিমা আক্তার, জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে কন্যাশিশুর আগামীর ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।