বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ জহির হোসেন: কুমিল্লার বরুড়া পৌরসভায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বরুড়া পৌরসভা মিলনায়তনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নু-এমং মারমা মং এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। উপস্থিত ছিলেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ শামীম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া। এ সময় বক্তব্য দেন- বরুড়া পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তাকিন পাটোয়ারী, তৌকির আলম পাবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার প্রধান সহকারী সগির হোসেন, সহ সাংবাদিক বৃন্দ। পরে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এদিন আর উপস্থিত ছিলেন সাবেক আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, দুলাল মেম্বার প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: