বরুড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

মোঃ জহির হোসেন, বরুড়া:
কুমিল্লা বরুড়ায় জন্ম ও নিবন্ধন আনবে দেশে সুশাসন এ স্লোগান নিয়ে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস উপলক্ষে ৬ অক্টোবর ২৪ ইং আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ নুরে তাসকিন তুলি,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃএয়াছিন, পয়ালগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন, অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন খোকন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া পৌরসভার অফিস সহকারী মোঃ ছগির হোসেন, খোশবাস দক্ষিণ ইউনিয়নের সচিব মোঃ ফয়েজ আহমদ প্রমুখ। এদিন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং ইউনিয়ন সচিবদের উদ্দেশ্যে আপনারা যদি দায়িত্বশীল কাজ করেন যেমন পিতা মাতার নাম বয়স সকল কিছু যাচাই-বাছাই করে নির্ভুল ভাবে যদি কাজ করে থাকেন তা হলে আমি মনে করি সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে। আমার কাছে বিভিন্ন সময় আর্থিক লেনদেন করা নিয়ে অভিযোগ আসে আমি অনুরোধ করবো আপনারা সংশোধন হয়ে যান যারা এগুলা করতেছেন যদি ভবিষ্যতে আমার কাছে লিখিত অভিযোগ আসে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এ সময় তিনি আর বলেন বয়স সংশোধনের বিষয় ডকুমেন্ট ঠিকমত না দেখে টাকার বিনিময় যদি বয়স সংশোধন করে দেন তাহলে কিন্তু কঠিন ব্যবস্থা নেব এটা ফৌজদারি অপরাধ পরে আলোচনা শেষে র‍্যালিতে অংশগ্রহণ করেন।