পানছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ আরিফুল ইসলাম মহিন: পানছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি ( শনিবার) সকাল দশটার দিকে পানছড়ি শিল্পকলা একাডেমীর হলরুমে যুব রেড ক্রিসেন্ট পানছড়ি উপজেলা টিমের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র ৫০ পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সিরাজুল ইসলাম, এবং আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান রায়হান আহমেদ। বিতরণ কালে বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সবার জন্য, আর এই শীতের মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্তদের সহযোগিতায় কাজ করছে সংগঠন, সামনে আরো এমন আয়োজন করা হবে। SHARES প্রচ্ছদ বিষয়: