নগরীর ২২নং ওয়ার্ডে বিএনপির ও অঙ্গ সংগঠনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪ {“fte_image_ids”:[],”remix_data”:[],”source_tags”:[],”source_ids”:{},”source_ids_track”:{},”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“crop”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false} নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দূর্গাপুরে দৈয়ারা কেন্দ্র ভিত্তিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ শাহআলম মজুমদার, বিএনপি নেতা জামাল মুন্সি। ২২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ফজলুল হক ছোটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন নগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহাজান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমাম মজুমদার, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূঁইয়া, নগরীর ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম তুহিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ সাদেকুর রহমান। এসময় মহানগর কৃষকদল যুগ্ম আহবায়ক বশিরুল হাসান বাবুল, বিএনপি নেতা ফয়েজ উল্লা, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক সায়েম মজুমদার, মহানগর যুবদল সদস্য নিজাম উদ্দিন, মানিক, ওয়াদুদ, মহানগর যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: