দাউদকান্দিতে একদিনে পাঁচটি সড়ক দুর্ঘটনা-আহত একাধিক দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ মাসুম বিন ইদ্রিস: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদিনে পৃথক পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছে। তিন অক্টোবর বৃহস্পতিবার উপজেলার জিংলাতলী গোডাউন বাজার নামক এলাকায় একটি, ইলিয়টগঞ্জ বাজার এলাকায় একটি,ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের সামনে একটি ও গৌরিপুর রাবেয়া সিএনজি পাম্পের সামনে অপর দুটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,বেলা ১১টায় চাউল বোঝাই একটি পিকআপ ভ্যান চট্টগ্রামমুখী সড়কের জিংলাতলী গোডাউন বাজার এলাকা অতিক্রম কালে চাকা ব্রাস্ট হয়ে সড়কের উপর উল্টে যায়। এতে চালক আহত হয়। স্থানীয়রা চালককে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর কিছু সময় পর ইলিয়টগঞ্জের বাঁশ বাজার নামক স্থানে মহাসড়কের উপর এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী টিআরএক্স মাইক্রোবাস দুর্ঘটনার স্বীকার হয়। স্থানীয়রা জানান মাইক্রোবাসটি ইলিয়টগঞ্জ ব্রীজ অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে এক যাত্রীসহ চালক গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়। দুপুর ১২টার পর ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একতা যাত্রীবাহী বাস সড়ক থেকে নিচে নেমে যায়। এতে সকল যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।বিকাল চারটা গৌরীপুর রাবেয়া সিএনজি পাম্পের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনা শিকার হয়। এতে মোটরসাইকেল আরোহী আহত হয়। এর বিশ মিনিটের মধ্যেই আনুমানিক ১০০ মিটার দূরত্বে দুটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই কাভার্ড ভ্যানের চালক ও সহকারি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে, সামনে থাকা কাভার্ড ভ্যানটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের উপর উঠে যায়। ধারণা করা হচ্ছে,গুরি গুরি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটছে। SHARES প্রচ্ছদ বিষয়: