চৌদ্দগ্রামে শারদীয় দূর্গোৎসব – ২০২৪ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা, নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ আব্দুল মান্নান: কুমিল্লা চৌদ্দগ্রামে রবিবার (০৬ই অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম থানার হল রুমে শারদীয় দূর্গোৎসব – ২০২৪ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা, নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার নিশাদ তাবাসসুম। এতে সভাপত্ত্বি করেন থানা অফিসার ইনসার্চ এ টি এম আক্তার উজ জামান। চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মশিউর আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, চাঁন্দিশকরা নাথ বাড়ীর পূজা মন্ডপের সভাপতি মাষ্টার নান্টু দেবনাথ, চৌদ্দগ্রাম বাজার পূজা মন্ডপের সভাপতি নরেশ বনিক, আব্দুল্লাপুর চৌধুরী বাড়ীর পূজা মন্ডপ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: