চৌদ্দগ্রামে পি’স্তল, ম্যাগজিন ও গুলি সহ অ’স্ত্রধারী স’ন্ত্রাসী আটক

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ শাহ নেওয়াজ (২৫) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত শাহ নেওয়াজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজী পাড়া গ্রামের আব্দুল আমিন এর ছেলে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব-১১, কুমিল্লা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উপজেলার উজিরপুর ইউনিয়নের চান্দুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাহ নেওয়াজ নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এ সময় আসামীর হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রামের চান্দুল এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ শাহ নেওয়াজ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ মিয়াবাজার এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ করে আসছিলো বলে র‌্যাব নিশ্চিত হয়েছে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।