চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যানজট নিরসন ও মহাসড়কের পাশে স্থাপিত অবৈধ স্থাপনা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প এর একটি ইউনিট, থানা ও হাইওয়ে পুলিশের পৃথক দুটি দল।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ীর টানে ঘরে ফিরবে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষজন। সাধারণ মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ও মহাসড়কের যানজট নিরসনে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিদ্ধান্ত নেয় জেলা, উপজেলা ও পৌর প্রশাসন। গৃহিত সিদ্ধান্তের আলোকে অবৈধ দখলদারকে পূর্ব থেকে বিশেষ সতর্কতা প্রদান করার পাশাপাশি স্থাপনা ও অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়। বেধে দেওয়া নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর শনিবার চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছে বাজারে আসা নারী-শিশু ক্রেতাসহ সাধারণ মানুষ।

ঈদ বাজার করতে আসা কুলসুমা বেগম ও আলেয়া বেগম নামের দুই নারী জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ঈদ শপিং সুন্দরভাবে করতে পারছি। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

অভিযান শেষে সাংবাদিকদের কাছে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন বলেন, ‘ঈদ যাত্রায় সবার সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে মর্মে শুক্রবার সারাদিন পৌরসভার পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছিল। এরপরও ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় আজ শনিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে’।