গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকগণ ভূমিকা রাখতে পারে-হাজী আমিন উর রশিদ ইয়াছিন

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কুমিল্লার সাংবাদিকরা আগে স্বাধীনভাবে লেখালেখি করতে পারতেন না। কিন্ত আগামীতে কুমিল্লার সকল সাংবাদিকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, মাছের পচন ধরে মাথা থেকে আর সমাজের প্রথম পচন ধরে নেতার কাছ থেকে। আর সমাজ সচেতনেতা, অন্যায়ের বিরুদ্ধে ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকরা সমালোচনা ও লিখনীর মাধ্যমে ভুমিকা রাখতে পারে। রাজনীতিবিদগণ ভুল করলে সাংবাদিকরাই প্রথম কলম ধরে। গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকগণ ভূমিকা রাখতে পারে।
২৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবক্সি এলাকায় তার নিজস্ব ফ্যাক্টরিতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় , কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক,সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।