কুমিল্লা সিটি কর্পোরেশন এর শ্রমিকদের বেতন বৃদ্ধি ও ৯দফা দাবিতে বিক্ষোভ দৈনিক ভোরের কলাম দৈনিক ভোরের কলাম প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ আয়েশা আক্তার: কুমিল্লা সিটি করপোরেশনের শ্রমিকদের বেতন বৃদ্ধি, বোনাস ও সার্বিক সুযোগ সুবিধাসহ ৯ দফা দাবিতে সিটি করপোরেশনের ভিতর বিক্ষোভ ও অবস্থান নেয় শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসনিক কর্মকর্তার রুমের সামনে বিক্ষোভ ও অবস্থান নেয় সিটি করপোরেশনের সাধারণ শ্রমিকরা। সরেজমিনে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন শ্রমিকদের বেতন বৃদ্ধি করছে না। ঈদ বোনাস দিচ্ছে ১শ টাকা৷ শ্রমিকদেরকে কোন ছুটি দেওয়া হয় না। তাই তারা বিভিন্ন দাবি নিয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তার রুমের সামনে অবরুদ্ধ করে বিক্ষোভ করে। শ্রমিকদের দাবি গুলো হচ্ছে, কাউন্সিলরদের অপসারণে কোন শ্রমিককে যেন বাতিল করা না হয়, বেতন বৃদ্ধি করে ১৬,৫০০ টাকা করতে হবে। বৎসরে তিনটি উৎসব বোনাস দিতে হবে। কোন শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলে ৫ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে। শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সকল এমআর শ্রমিকদের বেতন একই ধরনে হতে হবে। মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে তাদের চিকিৎসা করতে হবে। এক পর্যায় আন্দোলনকারীরা উত্তপ্ত হয়ে নির্বাহীর অফিস অবরুদ্ধ করলে পুলিশ এসে কিছুটা শান্ত করে। এসময় নির্বাহী তাদেরকে আশ্বাস দেয় যে প্রশাসকের সাথে কথা বলে তাদের যুক্তিক দাবি গুলো মানা হবে। পডে সেখানে আসেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। তিনি এতে তাদের দাবি মানার বিষয়ে আশ্বস্ত করেন। SHARES প্রচ্ছদ বিষয়: