আয়েশা আক্তার:
কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা ও সেমিনার ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বরুয়া।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যারা বিদেশে যান তাদের জেনে বুঝে সঠিক তথ্য নিয়ে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত। যার ফলে তাদের উপার্জিত রেমিটেন্স এর পরিমান বৃদ্ধি পাবে। পাশাপাশি এ ক্ষেত্রে সরকারের নেয়া সেবাসমূহের তথ্য তৃণমূল পর্যায়ে পৌছাতে হবে।
সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অভিবাসীদের বিদেশ গমনের পূর্ব-প্রস্তুতি, প্রশিক্ষনের মাধ্যমে ও বৈধভাবে বিদেশ যেতে জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্য ক্রম বিষয়ে তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ রাহিমুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিসিক শিল্পনগরীর মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।