স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সারে ১১ কেজি গাঁজা সহ দুজনকে আটক করেছে। কুমিল্লা ডিএনসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি বিকেলে পরিদর্শক মো: শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় সাউদ ফিলিং স্টেশন এর সামনে ঢাকাগামী যাত্রীবাহী তিশা প্লাস বাসে তল্লাশী করে সারে ১১ কেজি গাঁজাসহ দুজন কে আটক করা হয়।
আটককৃতরা হলো, খন্দকার শাকিল আহমেদ(২৫) গাজীপুর জেলার কালিয়াকৈয়র উপজেলার কলাবাধা গ্রামের খন্দকার মনসুর আলীর ছেলে। এবং মো: আরিফ হাওলাদার (২২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পশ্চিম নদমুলা গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএনসির উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।