স্টাফ রিপোর্টার:
গত ২১/০৪/২০১৬ তারিখে মাওলানা মোঃ মিজানুর রহমান,এর মাধ্যমে মুন্সেফ বাড়ী, (কুমিল্লা, ১১নংওয়ার্ডে) পবিত্র কালেমা পাঠ ক্রমে আল্লাহকে হাজের নাজের জানিয়া এবং আল্লাহর প্রেরিত রাসুল হযরত মোহাম্মদ (সঃ) কে আখেরী নবী স্বীকার ক্রমে বিসমিল্লাহ এর সহিত পবিত্র কালেমা পাঠ করিয়া ইসলাম ধর্ম গ্রহন করে এবং হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করিয়াছি।
জানা গেছে, কুমিল্লার শুভ চন্দ্র দাস, পিতা- শ্রী জীবন চন্দ্ৰ দাস, মাতা- ঊষা রাণীদাস, সাং- বামেরচর, পোঃ মোহনগঞ্জ, থানা- মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আদালতে গিয়ে বিধিমোতাবেক নাম পরিবর্তনের মাধ্যমে তার নাম মোঃ আব্দুল্লাহ রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আব্দুলাহ জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। দীর্ঘসময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) প্রতি বিশ্বাস রেখে মাহে রমজান কে স্মরণীয় করে রাখতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। বর্তমানে মোঃ আব্দুল্লাহ এখন ৫১৩ ২য় মুরাদপুর আদর্শ সদর কুমিল্লার অধিবাসী তিনি।