অবৈধ সীমান্ত অতিক্রমে নিরুৎসাহিত করে জেলা প্রসাশকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ভারতের তীর্থমুখ/পৌষ সংক্রান্তী মেলায় অবৈধ সীমান্ত অতিক্রমে নিরুৎসাহিত ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উপজেলা অডিটোরিয়াম কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় পানছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মোঃ সহিদুজ্জামান, জোন অধিনায়ক লেঃ কর্ণেল মফিজুর রহমান পিএসসি (৩ বিজিবি)।

স্থানীয় জনপ্রতিনিধি ,নেতৃস্থানীয় ব্যাক্তি বর্গের সহযোগীতা কামনা করে প্রধান অতিথি বলেন, স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমনে নিরুৎসাহিত করুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ পুলিশ ও সীমান্তে কঠোর নিরাপত্তার কাজে বিজিবি দায়িত্ব পালন করে আসছে। আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বদা আমরা প্রস্তুত আছি। আপনদের যে কোন সমস্যা আমাদের বলুন। আমরা সর্বাত্নক সহযোগিতা করবো।

জোন অধিনায়ক বলেন, পানছড়ি উপজেলা সীমান্ত এলাকায় বিজিবি ও গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ও অবৈধ বহির্গমনে নিষেধাজ্ঞা মানতে সকলের সহযোগিতা প্রয়োজন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।

এসময় জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসন, জামায়াতে ইসলামী উপজেলা শাখা সভাপতি জাকির হোসাইন, বাজার দেবালয় মন্দির সভাপতি বিমান কান্তি দেব, ত্রিপুরা সম্পদায় নেতা ইন্দ্রজিত ত্রিপুরা, মারমা সম্প্রদায়ের নেতা মংশপ্রু চৌধুরী প্রমুখ।